হিংসুক
– মোছাদ্দেক হোসেন
ওরা হিংসুক
ওদের সয়না কারো সুখ,
ওরা ফুলিয়ে বুক
অন্যের ক্ষতিতে সদা উন্মুখ।
ওরা দারুণ বিমুখ
অন্যের সুদিন আসুক,
ওদের কাঁপেনা বুক
অন্যকে দিতে দুখ।
ওরা সমাজের কীট
জানাও ওদের ধিক,
ওদের করোনা সম্মান
হারাবে নিজের মান।
ওরা বোঝেনা তাই
জ্বলে পুড়ে ছাই,
কয়লার আগুনের মতো
সঞ্চিত পুণ্য টুকুও।
ওরা বেঈমান ওরা নীচ
ওদের দুচোখ ভরা বিষ,
অন্যের গড়া ধন-বিদ্যা
সদায় করে ধ্বংস প্রত্যাশা।
ওদের হয়না হুশ
ফুরায়না হিংসার বিষ, নিজকেও করে
তিক্ত বেদনাপূর্ণ আর অতিষ্ঠ।
ওরা সর্বভুক
শুধু চায় নিজের সুখ,
হিংসা পতনের মূল
ওরা জানে কথাটা ভুল।
শোন হে হিংসুক
বিধাতার দেয়া সুখ,
যতই চাও অকল্যাণ
যাবেনা কভু বদলান।
অন্তর করো হিংসামুক্ত
জীবন হোক পরিশুদ্ধ,
সকলের সুখে-দুখে
পণ করো থাকো পাশে।