শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন

আয়োজক জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো শ্রীলঙ্কা। স্বাগতিক জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে লঙ্কানরা

ওয়েস্ট ইন্ডিজের টানা তিন হারে তাদের টপকেই ফাইনালে উঠেছিল জিম্বাবুয়ে। রোববার বুলাওয়েতে আগে ব্যাটিং করে ৩৬.৩ ওভারে দলটি অলআউট হওয়ার আগে মাত্র ১৬০ রান করে। এই সামান্য রানের জবাবে মাত্র ৩৭.৩ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়েই জয় পায় শ্রীলঙ্কা।

শুরুতেই জিম্বাবুয়ের হয়ে ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ১০ এবং পিটার মুর এক রান করে বিদায় নেন। মিডলঅর্ডারে ৩৬ রান করেন অভিষিক্ত তারিসাই মুসাকানদা। আর শেন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া ক্রিগ অ্যারভিন ২৫ রান, ম্যালকম ওয়ালকার ১৪ রান, ডোনাল্ড তিরিপানো ১০রান (অপরাজিত) করেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট দখল করেন ভ্যানডারসে এবং গুনারত্নে।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলে ফেরা ব্রায়ান ভিটোরির দারুণ বোলিংয়ে ৪২ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা (০), কুশল পেরেরা (১৪) ও নিরোশান ডিকয়েলা (১৬)। এরপরই কুসল মেন্ডিসের সঙ্গে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া উপুল থারাঙ্গা। ৭২ বলে ৫৭ রান করেন ফাইনাল ও সিরিজ সেরা মেন্ডিস। তার বিদায়ের পর গুনারত্নেকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন থারাঙ্গা।

ছক্কা হাঁকিয়েই ম্যাচ শেষ করা থারাঙ্গা অপরাজিত থাকেন ৫৭ রানে। তার ৯৮ বলের ইনিংসটি গড়া ছয়টি চার ও একটি ছক্কায়। অধিনায়কের সঙ্গে ৪৯ রানের জুটি গড়া গুনারত্নে অপরাজিত থাকেন ১৬ রানে। ৫২ রানে তিন উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার বাঁহাতি পেসার ভিটোরি। অন্য উইকেটটি নেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

LEAVE A REPLY