আবারও বিনা পারিশ্রমিকে ন্যানসির দুই গান

ঘটনার শুরু বছরখানেক আগে সে সময় মাকে নিয়ে একটি গান গেয়ে কোনো পারিশ্রমিক নেননি সংগীতশিল্পী ন্যানসি সে সময় তিনি এও জানিয়েছিলেন, মা দেশমাতৃকাকে নিয়ে কোনো গান হলে পারিশ্রমিক নেবেন না ন্যানসি তার কথা রাখলেন এবার দেশের দুটি গান গাইছেন তিনি যার সম্মানী হিসেবে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না বিজয় দিবস উপলে গান দুটি প্রকাশ হবে


ডিসেম্বর স্নেহাশীষ ঘোষের লেখা সবকিছুর ঊর্ধ্বে দেশ গানের রেকর্ডিং হবে। এটি সুর করেছেন মিলন। সংগীতায়োজনে এমএমপি রনি। গানটি ন্যানসি নিজ উদ্যোগেই করছেন। তিনি বলেন, বিজয় দিবস উদযাপন করতে মহান মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দেশের একটি গান তৈরি করতে বলেছিলাম স্নেহাশীষকে। সে অনুযায়ী কাজ হচ্ছে। আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এর যাবতীয় কাজ শেষ হবে।


এদিকে
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে শিল্পীর গাওয়া অপর একটি গান। লুৎফর হাসানের কথা সুরে গানটির শিরোনাম আমার বাংলাদেশ এটির সংগীতায়োজন করেছেন অমিত কর। গানচিল মিউজিকের ব্যানারে এই গানটি প্রকাশ হবে রবি ইয়োন্ডার জিপি মিউজিকে

LEAVE A REPLY