আন্তর্জাতিক ডেস্ক
ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলিতে রেকর্ড সংখ্যায় বন্দীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম নামের একটি এনজিও। সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলিতে সংস্কার নিয়ে কাজ করছে।
সংস্থাটি বলছে, কারাগারগুলির বাজেটে কাটছাঁটের ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে যা বন্দীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসের জেলগুলিতে মোট ১০২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বাধিক ৯৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। খবর বিবিসি।