কিউইদের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

শেষ সেশনে ৯ উইকেট তুলে নিয়ে নাটকীয়ভাবেই পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এতে দুই টেস্টের সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হলো।

একটা সময় ৯ উইকেট হাতে রেখেই ২১১ রান দূরে ছিল পাকিস্তান। আর তাদের স্বপ্ন দেখাচ্ছিল আজহার আলী ও সামি আসলামের জুটি। যে জুটিতে আসে ১৩১ রান! তবে নাটকের সবটুকু লুকিয়ে রেখেছিল শেষের ২৪.৩ ওভার। যেটা কল্পনা করতে পারেনি খোদ পাকিস্তান ও নিউজিল্যান্ডও! এই ওভারগুলোতেই বাকি ৯ উইকেট হারায় আজহার আলীর দল। দ্বিতীয় নতুন বলের ১১ ওভারেই পড়েছে ৬ উইকেট!

 

কিউইদের বোলারদের মধ্যে পাকিস্তানের ধস নামাতে ৩ উইকেট নেন পেসার ওয়েগনার। দুটি নেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার। ম্যাচ সেরা হন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ২৭১ ও দ্বিতীয় ইনিংস- ৩১৩/৫ ডিক্লে; ৮৫.৩ ওভার (টেলর ১০২*, ল্যাথামা ৮০, উইলিয়ামসন ৪২; ইমরান ৩/৭৬)

পাকিস্তান: প্রথম ইনিংস- ২১৬ ও দ্বিতীয় ইনিংস- ২৩০; (আসলাম ৯১, আজহার ৫৮; ওয়েগনার ৩/৫৭)

ফল: নিউজিল্যান্ড ১৩৮ রানে জয়ী।

 

 

LEAVE A REPLY