‘খালেদা পাকিস্তানিদের নিয়ে রাজনীতি করছেন’

নিউজ ডেস্ক
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া যাদের নিয়ে রাজনীতি করছেন তারা সবাই পাকিস্তানি। শুধু তাই নয়, খালেদা জিয়া নিজেও পাকিস্তানি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘দারিদ্র্য বিমোচন ও দুস্থ পুনবার্সনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘শীত বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে আমাদের সম্পদ হানি ঘটিয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। কোনোভাবেই তাদের দেশে থাকতে দেওয়া যাবে না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

LEAVE A REPLY