জেলা পরিষদ আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জেলা পরিষদ নির্বাচন স্থগিত এবং জেলা পরিষদ আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট করা হয়েছে। রিটে জেলা পরিষদ আইন-২০০০ এর ৪(২) ও ১৭ এবং ২০১৬ সালের সংশোধিত আইনের ৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব,আইনসচিবসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।

ইউনুছ আলী আকন্দ জানান, এসব ধারা সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, সংবিধানে প্রত্যক্ষ (সরাসরি) ভোটের কথা বলা হয়েছে। অথচ জেলা পরিষদ নির্বাচনে পরোক্ষ ভোটের (নির্বাচক মণ্ডলীর দ্বারা) ব্যবস্থা করা হয়েছে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও জানান, রিটটি আজই বিচারপতি কাজীর রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে শুনানির কথা রয়েছে।

LEAVE A REPLY