ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস

আন্তর্জাতিক ডেস্ক

নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টম প্রাইসকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ট্রাম্প প্রাইসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিতে পারেন। এরপর সিনেট অনুমোদন করলে তিনিই হবেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী।  সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা যায়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, প্রাইস স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওবামার স্বাস্থ্যনীতি বাতিল ও প্রতিস্থাপনে রিপাবলিকান পার্টির জোর প্রচেষ্টায় মূল ভূমিকা পালন করবেন।

৬২ বছর বয়সী অর্থোপেডিক সার্জন টম প্রাইস ছয়বার কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জর্জিয়ার এই রিপাবলিকান নেতা বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতির কঠোর সমালোচক। হাউসে তিনি গত দুই বছর বাজেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করার কাজ চলছে। সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY