ধর্মীয় অবমাননাকর সেই ছবি পোস্টের অভিযোগে জাহাঙ্গীর গ্রেফতার

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনা ঘটে। সেই ছবি পোস্ট করার অভিযোগে স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিক জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। জাহাঙ্গীর স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার ক্যাফের স্বত্বাধিকারী। সে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

পুলিশের ধারণা করছে, রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে জাহাঙ্গীরই সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জাহাঙ্গীরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। ধর্মীয় অবমাননার ছবি পোস্ট করার জের ধরে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

LEAVE A REPLY