ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ফুটবল টিমসহ একটি বিমান কলম্বিয়ার আকাশ থেকে নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টা দিকে রাশিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বিমানটিতে হতাহত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যম। দ্য গার্ডিয়ান জানায়, বলিভিয়া থেকে মেডেলিন বিমানবন্দরে যাচ্ছিল বিমানটি। মধ্যপথে এই দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান কর্তৃপক্ষ জানায়, বলিভিয়া থেকে কোন রকম সমস্যা ছাড়াই বিমানটি উড্ডয়ন করে। কিন্তু পথমধ্যে কলম্বিয়ায় সেটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ জীবিত আছে কিনা তাও নিশ্চিত নয় বলে জানায় তারা।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, প্লেনটিতে ব্রাজিলের চেপকোয়েনসে ফুটবল দলের খেলোয়াড়রা ছিল। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে মেডেলিনে বুধবার খেলার কথা ছিল তাদের।
সূত্র: দ্য গার্ডিয়ান ও এএফপি