টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪২ রান করেছে বরিশাল।
দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা মারলেও তৃতীয় বলেই মুনারিরাকে বোল্ড করেন এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা শাহাদাত হোসেন। ৭ রান করেন মুনাবিরা। এরপর জীবন মেন্ডিস ও মালান ৩৪ রানের জুটি বাধেন। সপ্তম ওভারের প্রথম বলে সাইফুদ্দিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইংলিশ ব্যাটসম্যান মালান।
মুশফিক-জীবন মেন্ডিস মিলে যোগ করেন আরো ২২ রান। দশম ওভারে নাবিল সামাদের বলে আউট হন জীবন মেন্ডিস। ২৪ বলে ২৮ রান করেন এই লংকান। এরপরই শুরু হয় যাওয়া আসার পালা। ১৩তম ওভারে রশিদের বলে ১১ রান করে আউট হন শাহরিয়ার নাফিস। দলের রান তখন ৮৫।
পরের ওভারে নাদিফ চৌধুরী ও মুশফিককে হারায় বরিশাল। ২৩ বলে ২৯ রান করেন মুশি।
দলীয় ৯২ রানে বিদায় নেন রুম্মান রইস। তবে শেষের দিক এনামুল হক, তাইজুল ও আবু হায়দার রনির ছোট তবে কার্যকর ইনিংসগুলোর ১৪২ কারণে রানের সম্মানজনক স্কোর গড়ে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বুলস ২০ ওভারে ১৪২/৮ (মুশফিক ২৯, মেন্ডিস ২৮, এনামুল ২০, তাইজুল ১৪, রনি ১৬; নাবিল সামাদ ৩/১৭, রশিদ ২/২১)