যে কারণে ১২ লাখ টাকা সাব্বিরের জরিমানা

ক্রীড়া ডেস্ক
বিপিএলে মাঠের বাইর শৃঙ্খলাভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রাজশাহী কিংসের সাব্বির রহমান ও বরিশাল বুলসের আল-আমিন হোসেনকে। সাব্বিরকে পারিশ্রমিকের ৩০ শতাংশ ও আল-আমিনকে পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা দিতে হবে।

বিপিএলে খেলোয়াড়দের মধ্যে এ+ ক্যাটাগরিতে ছিলেন সাব্বির। এ ক্যাটাগরির ক্রিকেটাররা ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন। এ পারিশ্রমিকের ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে সাব্বিরকে। আর ফাস্ট বোলার আল-আমিন এ ক্যাটাগরির ক্রিকেটার। তার পারিশ্রমিক ২৫ লক্ষ টাকা। শাস্তি অনুযায়ী সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে আল-আমিনকে।

মাঠের বাইরে এ দুই ক্রিকেটার শৃঙ্খলাভঙ্গ  করেছে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিল জানিয়েছে এ দুই ক্রিকেটারের বিরুদ্ধে মাঠের বাইরের শৃঙ্খলা নিয়ে বেশ গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তে সেই অভিযোগগুলো প্রমাণিতও হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের কাজ আর না হয় সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিপিএলের চলতি আসরে দ্বিতীয় বারের মতো জরিমানা গুণতে হলো সাব্বিরকে। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে রংপুরের উইকেট রক্ষক শাহজাদের সাথে বাক্যবিনিময়ের ঘটনায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয় তাকে।

LEAVE A REPLY