জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেন তিনি।
খালেদা জিয়া অসুস্থার কথা বলে সময় আবেদন করলে বিচারক তার সাফাই সাক্ষীর জন্য আগামী ৮ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ ও ৩২ সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান।
মামলার বিবরণে জানা গেছে, ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় আসামি করা হয় আরও তিনজনকে, যাদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর সাবেক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।