আন্তর্জাতিক ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
তামিলনাড়ু রাজ্যের থুরিয়াপুর এলাকায় ওই আতশবাজির কারখানাটি অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে ২০০ কর্মী উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
তামিলনাড়ু থেকে জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চলছে। তল্লাশিকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।