রাজশাহী কিংসকে ১৬২ রানের টার্গেট দিয়েছে বরিশাল বুলস। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বরিশাল।
রাজশাহীর পক্ষে একটি করে উইকেট নেন মিরাজ, ফরহাদ রেজা ও মোহাম্মদ সামি।
এর আগে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। বরিশালের হয়ে ব্যাটিং শুরু করেন ডেভিড মালান এবং জীবন মেন্ডিস। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজ ফেরান বরিশালের ওপেনার জীবন মেন্ডিসকে।
এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে পাঁচ জয়ের বিপরীতে সমান ম্যাচে হেরেছে তারা। যেখানে মিরাজ-সাব্বির-মুমিনুলদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্ট। আর লিগ টেবিলে তাদের অবস্থান চারে। তবে এ ম্যাচ জিতে তৃতীয়স্থানে থাকা খুলনা টাইটান্সকে পেছনে ফেলার সুযোগ রয়েছে দলটির।