বিপিএলে কয়েকদিন আগে শূন্য রানে ৩ উইকেট নেয়ার বিরল এক কীর্তি গড়েছিলেন রংপুর রাইডার্সের স্পিনার আরাফাত সানি।
২ ওভারের বেশি বল করে এমন কীর্তি গড়া একমাত্র বোলার তিনি। তবে এর আগে ২০০৭ সালে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। তবে তিনি মাত্র ৫ বল করেছিলেন।
সে সব রেকর্ড ভেঙ্গে এবার কোনো রান না দিয়েই ৫ উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এক ক্রিকেটার। তার নাম হার্শ ত্যাগি।
গত ২৫ নভেম্বর দিল্লি ডেয়ারডেভিলস স্কুল কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচে ২ দশমিক ৩ ওভার বোলিং করে কোনো রান না দিয়েই প্রতিপক্ষের ৫ উইকেট শিকার করেন তরুণ এ বোলার।