জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রতিষ্ঠায় আবারো দৃঢ় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক সাধারণ বিতর্কে ‘প্যালেস্টাইন প্রশ্নে’ বক্তৃতকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন এই সমর্থন প্রকাশ করেন।
সোহরাব উদ্দিন বলেছেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকারের সাথে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে। ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, গ্রহণযোগ্য এবং একীভূত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে বাংলাদেশ সমর্থন করে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
ফিলিস্তিনি জনগণের অধিকারকে সুরক্ষিত ও সমুন্নত রাখতে জাতিসংঘের যে সকল অঙ্গ সংগঠন ও কমিটি কাজ করে যাচ্ছে বাংলাদেশ তাদেরকে সবসময়ই সহযোগিতা করবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নীতির অনৈতিক লঙ্ঘন বন্ধে আগ্রাসী শক্তি ইসরাইলের উপর চাপ অব্যাহত রাখতে সোহরাব উদ্দিন বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।-বাসস।