‘কফি উইথ করণ’ এ একসঙ্গে তিন খান

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ এ একসঙ্গে আসছেন তিন খান। শোয়ের উপস্থাপক জনপ্রিয় নির্মাতা করণ জোহর শুক্রবার ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন একটি ছবি পোস্ট করেন।

তবে তিন খানের কথা শুনে সালমান-শাহরুখ-আমিরের কথা ভাবলে ভুল করবেন। করণের শোতে যে তিন খান হাজির হয়েছেন তারা সত্যিকার অর্থেই এক পরিবারের। এরা হলেন সালমান খান, আরবাজ খান এবং সোহেল খান। বলিউডে তিন অভিনেতাই দাপটের সঙ্গে অভিনয় করছেন, ছবি নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত। এবার তিন ভাই হাজির হয়েছেন করণের শোতে।

LEAVE A REPLY