খুলনাকে ৫ উইকেটে হারালো কুমিল্লা

ক্রীড়া ডেস্ক

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চতুর্থ আসরের ৩৭তম ম্যাচে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ বল হাতে রেখে ১৪২ রান করে তারা। দলের পক্ষে স্যামুয়েলস্ সর্বোচ্চ ৫৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিটন দাস ২৪*, মাশরাফি ২০ ও ইমরুল ২০ রান করেন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪১ রান সংগ্রহ করেছে খুলনা টাইটান্স।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলেও সেরা চার নিশ্চিতের জন্য কুমিল্লার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল খুলনার। সেই ম্যাচটাতেও শুরুটা ভালো হয়নি মাহমুদউল্লাহদের। প্রথমে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ওপেনিং ব্যাটসম্যান রিকি ওয়েসেলসকে হারায় খুলনা। ওয়েসেলস ৯ বলে ৪ রান করে সিাজঘরে ফিরে যান। এরপর সপ্তম ওভারে দলীয় ৩৮ রানে বিদায় নেন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামা আবদুল মজিদ। তিনি ১৪ বলে একটি চার ও ছক্কার মারে ১৮ রান করেন। তবে অধিনায়ক মাহমুদউল্লাহও হার না মানা ৪০ রানের ইনিংসের ওপর ভর দিয়েই আসলে খুলনার স্কোর পৌঁছায় ১৪১-এ। মাহমুদ ৩৮ বলের ইনিংসটি সাজিয়েছিলেন চারটি চারে। তার সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়া বিনি হোয়েল ৮ বলে করেছেন ১২* রান।

কুমিল্লার হয়ে অধিনায়ক মাশরাফিই নিয়েছেন তিনটি উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও মোহাম্মদ শরিফ।

 

এদিকে মুশফিকের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার ম্যাচ শুরুর আগে এই ক্লাবের সদস্য হতে ২৯ রান প্রয়োজন ছিল। আর খেলতে নেমে খুব সহজেই এই মাইলফকে পৌঁছে যান তিনি। খুলনা টাইটানসের অধিনায়কের বর্তমান রান ১ হাজার ১১। ৪৮ ম্যাচে ৪ হাফসেঞ্চুরিতে মাহমুদউল্লাহ এই রান সংগ্রহ করেছেন। যেখানে ৭৮টি চার ছাড়াও রয়েছে ৩১ ছক্কার মার। বিপিএলে মাহমুদউল্লাহর সর্বোচ্চ সংগ্রহ ৬২।

খুলনা স্কোয়াড : রিকি ওয়েসেলস, হাসানুজ্জামান, আবদুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, শুভাগত হোম, মোশাররফ হোসেন, জুনায়েদ খান, শফিউল ইসলাম, বেনি হুয়েল।

কুমিল্লা স্কোয়াড : ইমরুল কায়েস, শেহজাদ, মারলন স্যামুয়েলস, খালিদ লতিফ, রশিদ খান, নাবিল সামাদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শরিফ।

LEAVE A REPLY