ঢাবির আইবিএ এর এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমবিএ ৫৭তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

LEAVE A REPLY