প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন অসুস্থ তারামন বিবি

মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক গুরুতর অসুস্থ। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাথা ও পিঠ ব্যাথা। অসুস্থ অবস্থায় বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে বিছানায় শুয়ে-বসে দিন পার করছেন তারামন বিবি।

বলতে গেলে এখন চলাচলে প্রায় অক্ষম এই বীর নারী মুক্তিযোদ্ধা। বেশ কিছুদিন ধরে নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজন।

স্বজনরা জানান, গত ৩০ নভেম্বর এই নারী মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) গেলে ডাক্তার কর্নেল দেলোয়ার হোসেন তাকে দেখে ব্যবস্থাপত্র লিখে দেন। পরে বাড়িতে চলে আসেন তিনি।

তারামন বিবি বলেন, মাঝে মাঝে মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে; শ্বাস নিতে পারি না। যখন কাশি ওঠে, মনে হয় দুনিয়াতে আর নেই আমি। প্রচণ্ড মাথা ব্যথা করে। সারা পিঠ যেন জ্বলে। দু’চোখে তখন অন্ধকার দেখি। কোনো রকমে উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না।

তিনি আরও বলেন, গত কয়েক দিন থেকে খুবই কষ্টের মধ্যে আছি। তিনবেলা ওষুধ খাওয়ার পরও অসুখের কোনো উন্নতি দেখছি না।

তারামন বিবি দেশের বাইরে উন্নত চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে চান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বীর প্রতীক খেতাবধারী এই নারী মুক্তিযোদ্ধা।

LEAVE A REPLY