বিচার বিভাগ দ্রুতই পূর্ণ স্বাধীনতা পাবে -প্রধান বিচারপতি

১৯৭২ এর সংবিধানের ১১৬নং অনুচ্ছেদ দ্রুত ফিরে আসবে । এতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে। এই অনুচ্ছেদ ফিরে এলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে। এসব কথা বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার রাতে সিলেটে আইনজীবি সমিতির নৈশভোজ ও নবীন আইনজীবী বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃংখলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সে কারণে বিচারকদের ডিসিপ্লিনারি রুলস এবং কনডাক্ট রুলস প্রণয়ন করা হয়েছে। যা ডিসেম্বরের মধ্যেই আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান বিচারপতি আরোও বলেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। এ বিষয়ে আমারও আগ্রহ রয়েছে। কিছু বিচারপতির পদ শূন্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষরা উপকৃত হবেন।

তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান প্রধান বিচারপতি।

LEAVE A REPLY