রসরাজের মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন দাখিলের নির্দেশ

নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত রসরাজ দাসের মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালতে।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন। একই আদালতে বৃহস্পতিবার রসরাজের জামিনের বিষয়ে দ্বিতীয় দিনের আংশিক শুনানি শেষে পুলিশকে এ নির্দেশ দেয়া হয়। আদালত আগামী ৩ জানুয়ারি এ মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

রসরাজ দাস সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছেন- এমন অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২৯ অক্টোবর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তাকে গ্রেফতার করা হয়। নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে এ মামলা করেন

LEAVE A REPLY