সংগীত শিল্পী সালমার একটি অনুরোধ

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই স্বামী সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে ক্লোজ আপ তারকা সালমার।

এখন একমাত্র মেয়ে স্নেহাকে নিয়ে মোহাম্মদপুরের নিজের ফ্ল্যাটে থাকেন তিনি।

তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাসে একটি অনুরোধ জানিয়েছেন। তিনি স্টাটাসে লিখেছেন, মা আর সন্তানের এই সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে হয় না। আমার স্নেহা আমার জীবন। ওকে আর গান নিয়ে বাকি জীবনটা পার করে দিতে চাই। পাশে থাকার জন্য আমার সকল ভক্তদের ধন্যবাদ।

এরপরেই তিনি তার অনুরোধটি করেছেন। তিনি লেখেন, সবাইকে অনুরোধ করব, যা হয়ে গেছে তা নিয়ে দয়া করে আর কেউ কিছু লিখবেন না, এমনকি বলবেনও না। বিকজ বারবার দেখে-শুনে কষ্টটা আরও বেশি হয়। আমার আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি, স্নেহা ও আমার গান- এ নিয়েই ভালো থাকতে চাই।

নিজের স্টাটাসের সঙ্গে নিজের ও তার মেয়ের কয়েকটি ছবিও পোস্ট করেন এই সংগীত শিল্পী।

দুই বছরের সম্পর্কের পর ২০১১ সালের ২৫ জানুয়ারি শিবলী সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লালন কন্য সালমা।
শিবলী সাদিক পরবর্তীতে দিনাজপুরের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

LEAVE A REPLY