সাম্প্রদায়িকতা মুক্ত ও মানবিক সমাজ গঠনে বঙ্গরত্ন ফাউন্ডেশনের মানববন্ধন

সাম্প্রদায়িকতা মুক্ত মানবিক সমাজ গঠনের দাবীতে বঙ্গরত্ন ফাউন্ডেশনের মানববন্ধন

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িকতা মুক্ত বিশ্ব ও মানবিক সমাজ গঠনের দাবীতে বঙ্গরত্ন ফাউন্ডেশন  মানববন্ধন করে ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোঃ জুলফিকার আলী , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার , সহ-সভাপতি এডভোকেট মোঃ মাসুম বিল্লাহ এবং এডভোকেট মাইনুদ্দিন রুবেল , এডভোকেটমাসুম মৃধা , এডভোকেট সুমন মিয়া , এডভোকেট রিয়াজুল ইসলাম , এডভোকেট মোরসালিন , কাজী কাদের , মামুন , বিপ্লব রায় , রাশেদুল ইসলাম মামুন , মোতালেব , মোঃ রুবেল সহ ফাউন্ডেশন আরো অনেকে সদস্যবৃন্দ ।

 

 

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোঃ জুলফিকার আলী বলেন, সাম্প্রতিক কালে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুরা সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে ।

তিনি আরো বলেন , আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের সংখ্যালঘু  রোহিঙ্গা মুসলিম সাম্প্রদায়ের উপর বর্তমানে অমানবিক হত্যাযজ্ঞ , লুটতরাজ , ধর্ষণ , অগ্নিসংযোগ এর মত হামলা চলছে । এরূপ সাম্প্রদায়িক হামলার আমরা তীব্র নিন্দা জানাই ।

 

 

বঙ্গরত্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, এরা কারা ? যারা কখনো নাসিরনগর হিন্দু সংখ্যালঘুর উপর , কখনো সাঁওতাল সংখ্যালঘুর উপর, কখনো রামু বৌদ্ধ সাম্প্রদায়ের উপর , কখনো রাজগঞ্জে সনাতন ধর্মালম্বী সংখ্যালঘুরসাম্প্রদায়ের উপর, এখন মায়ানমারের সংখ্যালঘু  রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে ।

আমরা বলতে চাই এরা একই গোষ্ঠী, এদের উদ্দেশ্য একই । তাই এখনো সময় আছে , বিশ্ব বিবেগ জাগ্রত হতে হবে তবেই সাম্প্রদায়িকতা মুক্ত মানবিক সমাজ গঠন করা সম্ভব ।

LEAVE A REPLY