ছয় বলে ছয় ছক্কা

সংসারের অভাব অনটনে কেটে যাচ্ছিল সাগরের দিন। তবু যুবরাজের ব্যাটিং স্বপ্ন দেখাতো ব্যাট হাতে মাঠ শাসন করার। আর ছেলের স্বপ্নকে সত্যি করতে সাগরের বাবা-মাও চেষ্টা চালিয়ে গেছেন নিরন্তর।
সেই চেষ্টা ও পরিশ্রমেরই ফল মিলল সম্প্রতি। স্বপ্নকে বাস্তব করার সেই চেষ্টায় এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত দিলেন সাগর মিশ্রা।

সম্প্রতি পশ্চিম রেলওয়ের হয়ে টাইম শিল্ডে খেলতে নেমেছিলেন সাগর। তারই দ্বিতীয় দিন এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নজরে চলে এলেন তিনি।

বিপক্ষ দল আরসিএফ-এর অফ স্পিনার তুষার কুমারের ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টের ইতিহাসেও রেকর্ড গড়েন সাগর। যদিও গত বছরই প্রথম শ্রেনীর ক্রিকেটে মুম্বইয়ের বিরুদ্ধে রেলের হয়ে ১১ বলে ন’টি ছক্কা হাঁকিয়েছিলেন এই বাঁ হাতি।

নিজেকে অলরাউন্ডার দাবি করা সাগর বলেন, ‘আমি একজন অল-রাউন্ডার। পাঁচ-ছয়ে ব্যাট করি। আমার এখনও অনেক উন্নতি করতে হবে। যে সময় আমি ব্যাট করি তখন ফিল্ডাররা ছড়িয়ে পরে। আমাকে শিখতে হবে কী ভাবে সেই মাঠকে ফাঁকা করতে হয়।’

দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের জাত চেনানো সাগরের এখন একটাই দাবি, রেলওয়ের নির্বাচকরা তার খেলা দেখে উদ্বুদ্ধ হবেন। আর তাকে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ দেবেন। এই খেলাই যদি আইপিএল-এর দরজা খুলে দেয়।

LEAVE A REPLY