শাকিব খান অভিনীত “ধূমকেতু” চলচ্চিত্র শুভমুক্তি পেতে বাকি আর হাতে গুনে ৬ দিন। এর মধ্যে খুশির সংবাদটি পরিচালক সূত্রে পাওয়া গেলো!
আরো জানানো হয় স্বপরিবার মিলে দেখার মত চলচ্চিত্র এটি। আর এসব কথা চিন্তা করেই ঢাকার সব কটি সিনেপ্লাক্স এ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। “ধূমকেতু” চলচ্চিত্রটি সাজানো হয়েছে সামাজিক আর গল্প নির্ভর রোমান্টিক একশন ধাঁচের।
এছাড়াও চলচ্চিত্রটি পরিবেশনায় দায়ীত্ব নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান “জাজ মাল্টিমিডিয়া”। শাকিব ভক্ত সকল দর্শকরা জেনে আরো খুশি হবেন যে, ঢাকাসহ আরো ১৫০ টির মত সিনেমা হলে শুভমুক্তি পেতে যাচ্ছেন মুনির চৌধুরীর কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে ও সফিক হাসান পরিচালিত “ধূমকেতু” চলচ্চিত্রটি।
আর অন্যদিকে অনেকদিন পর শাকিন খান অভিনীত কোন চলচ্চিত্র না থাকায় হল বুকিং এজেন্টরাও “ধূমকেতু” চলচ্চিত্রটি নিয়ে বেশ আলোচনার তুঙ্গে রেখেছেন। ফেইসবুক আর ইউটিউবের ঝড় থেকে বেশ বুঝা যাচ্ছে “ধূমকেতু” চলচ্চিত্রটি নিয়ে শাকিব ভক্ত দর্শকরাও বেশ করে আশাবাদি।
এছাড়াও “ধূমকেতু” চলচ্চিত্রটিতে আবহ সঙ্গীত ও সঙ্গীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন।