ক্রীড়া ডেস্ক
সার্জিও রামোসের শেষ মুহূর্তের গোলে লা-লিগার এল ক্লাসিকোতে ড্র নিয়েই মাঠ ছেড়েছে ফুটবল বিশ্বের সেরা দুই ক্লাব বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত সোয়া ৯ টায় এ খেলাটি শুরু হয়। নিজ মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মোকাবেলায় মাঠে নেমেছিল বার্সেলোনা।
প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে হেড দিয়ে গোল করে দলকে লিড পাইয়ে দেন লুইস সুয়ারেজ। এরপর দুই দলই গোলের খোঁজে মরিয়া চেষ্টা চালিয়েছে। বার্সা চেয়েছে এগিয়ে যেতে, রিয়াল চেয়েছে গোল শোধ করে ম্যাচে ফিরতে। তবে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দল। এরপর কয়েকবার লিড দ্বিগুন করার সুযোগ পেয়েছে মেসিরা। কিন্তু কাজে লাগাতে পারেননি। খেলা যখন শেষ পর্যায়ে সবাই ভাবছিল জয় নিয়ে মাঠ ছাড়বে টিম বার্সা । তবে সবার ধারণা ভুল প্রমাণ করে খেলার ৯০ মিনিটে ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বল জালে জড়ান রামোস। সেই সাথে রিয়াল মাদ্রিদও অল্পের জন্য রক্ষা পেল।
এই ম্যাচে দুই দলের মিলিয়ে মোট ৩৫টি ফাউল হয়েছে। এর মধ্যে রিয়াল ১৯টি এবং বার্সা ১৬টি ফাউল করেছে।