মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টি থেকে বিদায় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিদায় নিলো বাংলাদেশের মেয়েরা। যেখানে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিল না রুমানাদের সেখানে বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে বাংলাদেশকে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে ৪৯ বলে ৩৫ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। ওপেনিং জুটি থেকে আসে ৯.৩ ওভারে ৪৩ রান। ব্যক্তিগত ১৭ রানে শামীমা সুলতানা আউট হয়ে গেলে সায়লা শারমিন ৩৮ বলে ২৫ রান করে নট আউট থাকেন।

জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান নারী দল। ৯৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ১৯ রানে প্রথম উইকেট হারায় রুমানা আহমেদের কাছে। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে চামারু আতাপাত্তু ও ইয়াসোদা মেন্ডিসের কল্যাণে এগিয়ে যায় শ্রীলঙ্কা। চামারু ব্যাট হাতে ২৫ বলে ৩৯ রান করেন। ফলে ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান নারীরা।

LEAVE A REPLY