যাত্রী নিয়ে বিমান উড়ার সময় পাইলটের হার্ট অ্যাটাক

আন্তর্জাতিক ডেস্ক
স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরে রানওয়েতে ১২৮ জন যাত্রী নিয়ে উড়াল দেয়ার সময় হৃদ রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন বিমানের এক পাইলট। পরে বিমানটির কো-পাইলট নিয়ন্ত্রণে নিয়ে উড্ডয়ন বন্ধ রাখেন।

কেএলএমের বিমানটি গ্লাসগো থেকে নেদারল্যান্ডসের আমস্টার্ডামের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

খবরে বলা হয়েছে, ওই পাইলটকে এক যাত্রীর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে  ক্লাইডব্যাংকের গোল্ডেন জুলিবি হাসপাতালে নেয়া হয়। ডাচ এই পাইলটের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

এদিকে যাত্রীদের ফ্লাইট পরিবর্তন করে অন্য ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়েছে।

কেএলএম নেদারল্যান্ডসের বিমানসংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমস্টার্ডামের উদ্দেশে উড়াল দেয়ার সময় পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই এক যাত্রীর সহযোগিতায় পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা স্থিতিশীল।

সূত্র:দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY