আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো হরহামেশা সাইবার হামলার শিকার হচ্ছে। সর্বশেষ সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে । শুক্রবার (২ নভেম্বর) সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার (সিবিআর) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকটির কর্মকর্তা আরতিয়োম সিচিয়োভ এক বিবৃতিতে জানান, হ্যাকাররা ৭ কোটি ৭৫ লাখ ডলার চুরি করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ডলার চুরি করতে পেরেছে। এক গ্রাহকের তথ্য নকল করে হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়। তবে কবে এ সাইবার হামলা সংঘটিত হয় বা হ্যাকারদের কী পরিচয় সে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাকের নিরাপত্তা বিভাগের প্রধান আর্টম শিসোভের বলেন, প্রাথমিক অবস্থায় হ্যাকাররা ৫০০ কোটি রুবল তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ২০০ কোটি রুবল নিতে সক্ষম হয় তারা। এই ঘটনার পর রাশিয়া দেশের সার্বিক অনলাইন ব্যাংকিং নিরাপত্তা নিয়ে বেশ সজাগ দৃষ্টি রাখছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে ও ২ কোটি ডলার শ্রীলংকায় সরিয়ে নেয়া হয়। এরই মধ্যে শ্রীলংকার ২ কোটি ও ফিলিপাইন থেকে দেড় কোটি ডলার উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের ঘটনাটি ছিল বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা।