রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা অ্যাথলেট বোল্ট

ক্রীড়া ডেস্ক

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএফ) কর্তৃক রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের মর্যাদা পেলেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। এদিন এ পুরস্কার পেতে তাকে লড়তে হয় আরও দুই দৌড়বিদ মোহাম্মদ ফারাহ ও ডেভিড রুদিশার সঙ্গে।

অপরদিকে রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে ১৪ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভেঙে স্বর্ণজয়ী  আলমাজা আয়ানা হয়েছেন বর্ষসেরা মেয়ে অ্যাথলেট। ১৯৯৩ সালে চীনের ওয়াং জুনজিয়ার গড়া রেকর্ডকে পেছনে ফেলেন এই ইথিওপিয়ান।

রিওতে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে তৃতীয়বার অলিম্পিক স্বর্ণ জিতে ‘ট্রিপল ট্রিপল’ নিশ্চিত করেন ৩০ বছর বয়সী বোল্ট। ষষ্ঠবার পুরস্কার হাতে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালের বর্ষসেরা অ্যাওয়ার্ডজয়ী জ্যামাইকান বলেছেন, ‘এটা অবশ্যই একটা বিশাল পাওয়া।’ আগামী বছর লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর অবসর নিতে যাওয়া বোল্ট আরও যোগ করেন, ‘বর্ষসেরা অ্যাথলেট হওয়ার মানে হলো আপনার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে। ছয় বছর এটা জেতা মানে আরও বড় কিছু।’

গত অলিম্পিকে ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে ২৩ বছর আগের রেকর্ড ভাঙেন আয়ানা। ২৫ বছর বয়সী এই দূরপাল্লার দৌড়বিদ ৫ হাজার মিটারেও জেতেন ব্রোঞ্জ। ডায়মন্ট রেসটাও নিজের করে নেন তিনি।

পুরুষ বিভাগের বর্ষসেরা উদীয়মান তারকার মর্যাদা পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। রিওতে ২০০ মিটারে রৌপ্য ও ১০০ মিটারে ব্রোঞ্জ জেতেন এই ২২ বছর বয়সী। উদীয়মান নারী তারকার পুরস্কারটি হাতে পেয়েছেন অলিম্পিক হেপটাথলনের চ্যাম্পিয়ন নাফিসাতু থিয়াম।

বোল্ট এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা পাঁচবার আইএএফ বর্ষসেরা অ্যাথলেট হয়েছিলেন। অবশ্য এবারের রিও অলিম্পিকের পরে আর কখনও বিশ্ব সেরা এই ক্রীড়ার মহাযজ্ঞে লড়বেন না বলে জানিয়ে দেন। আর আগামী বিশ্ব চ্যাম্পিয়নসশিপে ১০০ ও ৪০০ রিলেতে খেলেই অবসরে যাবেন।

LEAVE A REPLY