বিনোদন ডেস্ক: সিনেমাটির নাম ‘রোবোট-২’ বা ‘২.০’। সিনেমাটি ২০১০ সালের ব্লক বাস্টার ‘রোবোট’ সিনেমার সিক্যুয়েল। সাউথের সুপার ষ্টার রজনীকান্ত অভিনয় করেছিলেন রোবোট চরিত্রে।
তবে এই সিক্যুয়েলে রজনীকান্তের সাথে দেখা যাবে বলিউড হার্টথ্রব অক্ষয় কুমারকে। এতেই দর্শকদের মাঝে উত্তেজনা বেড়ে গেছে। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হল সিনেমাটির কিছু পোস্টার। যেখানে রজনীকান্তের সাথে দেখা গেছে অক্ষয় কুমারকে। কিন্তু সবাই প্রায় একরকম ভয়ই পেয়েছেন অক্ষয় কুমারের নতুন লুক দেখে।
ভয়ানক হলুদ চোখ, ধুসর কালো হাতের বড় বড় নখ, টান টানা বড় বড় ভ্রু সাথে মাথা ভর্তি সাদা চুল। সবকিছু মিলে ভয়ানক। অক্ষয় কুমার নিজে সেই পোস্টার শেয়ার করে লিখেছেন, শয়তানের নতুন মুখ!
সিনেমাটিতে অক্ষয় কুমার ও রজনীকান্তের সাথে আরো থাকবেন এমি জ্যাকসন। সিনেমাটি ২০১৭ সালের দিওয়ালীতে মুক্তি পাবে।