আটলান্টায় রোহিঙ্গা গণহত্যা বন্ধে বিক্ষোভ

মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হয়েছে।দেশটির জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টার সিএনএন সেন্টারের সামনে শনিবার এ বিক্ষোভ হয়।

নিজেদের রোহিঙ্গা উল্লেখ করে বিক্ষোভকারীরা মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানান।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন, নারীদের ধর্ষণ এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে।মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া আনুমানিক ১.৩ মিলিয়ন রোহিঙ্গার নাগরিকত্ব আটকে দিয়েছে। তাদের মধ্যে সহস্রাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

অনেকে পালিয়ে পাচারকারীদের হাত ধরে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাড়ি জমিয়েছে।যুক্তরাষ্ট্রের নিবন্ধন অনুযায়ী, ২০১২ সালে মিয়ানমার থেকে তিন হাজার ৭৪৪ জন জর্জিয়ায় শরণার্থী হয়েছেন।

বিক্ষোভ মিছিলের সংগঠক মুহাম্মদ হোসাইন জানিয়েছেন, আটলান্টায় ২০০ রোহিঙ্গা বাস করছে। তারা সিএনএন সেন্টারের সামনে রোহিঙ্গা গণহত্যা বন্ধে নানা ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন।তিনি মিয়ানমারে গণহত্যা ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধে আন্তর্জাতিক মহল ও জাতিংঘের হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY