ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এ বি এম ফারুক বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার সন্ধ্যায় প্রকাশ হয়েছে। মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে মৌখিক সাক্ষাৎকার ও ভর্তির তারিখ পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে এক হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।