আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সংঘাতপূর্ণ উত্তর ককেশাসের ইসলামিক স্টেটের (আইএস) কথিত আমির রুস্তম আসেলদেরভকে হত্যার দাবি করেছে দেশটির প্রধান নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। রোববার এক বিবৃতিতে এই দাবি করে এফএসবি।
বিবৃতিতে বলা হয়, এক অভিযানে আইএসের উত্তর ককেশাস অঞ্চলের প্রধান রুস্তম আসেলদেরভ ও তাঁর চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।
এফএসবি বলছে, ২০১০ সালে ব্যর্থ করে দেওয়া এক হামলার সংগঠক ছিলেন রুস্তম। নববর্ষের প্রাক্কালে মস্কোর রেড স্কয়ারে ওই হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল। ২০১২ সালে দাগেস্তানে জোড়া গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও রুস্তম জড়িত ছিলেন। ওই হামলায় ১৪ জন নিহত হন। এছাড়া ২০১৩ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরে এক বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন ৩৫ বছর বয়সী রুস্তম। ওই হামলায় ৩৪ জন নিহত হন। সে সময় ককেশাসের একটি উগ্রবাদী গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন রুস্তম।
২০১৪ সালের ডিসেম্বরে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন রুস্তম। পরে তাঁকে নতুন ককেশাস প্রদেশের গভর্নর ঘোষণা করে আইএস।