কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানিয়েছেন, এ বামহাতি পেসার বর্তমানে ৮০-৯০ ভাগ সামর্থ্য দিয়ে বল করছেন। চোট পাওয়া ইবাদত চৌধুরীর জন্যও একই সুখবর দিয়েছেন তিনি।
রোববার সাংবাদিকদের দেবাশীষ জানান, আজ অনুশীলনে মুস্তাফিজ ও এবাদত দুজনই বোলিং করেছে। ওরা দুজনই বোলিংয়ে সামর্থ্যের ৮০-৯০ ভাগ দিতে পেরেছে। ওরা প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করেছে। ৮০ ভাগ সামর্থ্য দিচ্ছে তখন ধরেই নেয়া যায় ওরা মোটামুটি ফিট। তবে নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হবে তারা।
প্রসঙ্গত, ১০ দিনের ক্যাম্প করার জন্য আগামী ৯ ডিসেম্বর রাতেই জাতীয় দলের প্রথম ফ্লাইট যাবে অস্ট্রেলিয়ায়। ১০ ডিসেম্বরও জাতীয় দলের আরেকটি ফ্লাইট যাবে অস্ট্রেলিয়ায়। তারপর সেখান থেকেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল।