জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকার্ট।
একইসঙ্গে জেলা পরিষদ আইনের তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলার হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকার্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।