ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মো. সোহেলকে (৪২) কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোরে কেরানীগঞ্জ কারা পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর।
তিনি যুগান্তরকে জানান, পালানোর পর থেকে আমরা তার পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম। গোপন সংবাদে ভোরে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন সোহেল। তিনি অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।
হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মাদক মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সোহেল। চিকিৎসা শেষে গত মঙ্গলবার তাকে ছাড়পত্র দেন চিকিৎসক।
সেদিন আবার সোহেলকে কারাগারে নেয়ার উদ্যোগের একপর্যায়ে হাসপাতালের টয়লেট থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।