খেলাধুলা রংপুরকে ১৭১ রানের টার্গেট দিলো কুমিল্লা December 4, 2016 Share on Facebook Tweet on Twitter জিতলে প্লে অফ নিশ্চিত আর হারলে তাকিয়ে থাকতে হবে ঢাকা-খুলনার ম্যাচের দিকে। এমন এক সমীকরণের ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৭১ রান। আর এ ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাবে সৌম্য-আফ্রিদির রংপুর।