বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের পরাজয়ে শেষ চারে চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস।
এখন রংপুর এবং খুলনার শেষ চারে ওঠা নির্ভর করবে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচের ফলাফলের উপর । এই ম্যাচে যদি খুলনা জয়লাভ করে তাহলে রংপুরকে বিদায় নিতে হবে।
অন্যদিকে খুলনা যদি হেরে যায় তাহলে শেষ চারে চলে যাবে রংপুর রাইডার্স।
এর আগে রোববার মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে কুমিল্লা। দলের পক্ষে কায়েস ৩৫ বলে ৫২ রান করেন। এছাড়া খালিদ লতিফ ৪৩, মারলন স্যামুলেস ৩০ রান করেন।
রংপুরের হয়ে রুবেল ও আরাফাত সানি ২টি করে উইকেট লাভ করেন।
এর জবাবে শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ৮ রানে হারতে হয় রংপুরকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রংপুর। আফ্রিদি ১৯ বলে ৩৮ রান করেন। এছাড়া মোহাম্মদ শাহজাদ ৪৪ এবং জিয়াউর রহমান ৩৮ রান করেন।