রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত আলোচিত দুই নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। একইসঙ্গে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেন।
আসামিদের রিমান্ডে নিয়ে ৭ দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে শাহাবাগ থানার প্রসিকিউশন পুলিশের কর্মকর্তা মাহমুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।