পৃথিবীতে এমন একটি গাছ আছে যার স্পর্শে মানুষ আত্মহত্যা করে। গাছটির নাম ড্রেনড্রকনাইট মরডেইস। এর পাতা কিংবা কাণ্ডের স্পর্শ শরীরে এত যন্ত্রণা সৃষ্টি করে যে, মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। তাই এ গাছটি ‘আত্মহত্যার গাছ’ বলে পরিচিত। অস্ট্রেলিয়ান জিওগ্রাফিক সাইট।গাছটি অস্ট্রেলিয়ায় দেখা যায়। ঝোপঝাড়ে বেড়ে ওঠা এ গাছটি যন্ত্রণাদায়ক গুল্ম প্রজাতির। এটি গেম্পি গেম্পি, দ্য সুইসাইড প্লান্ট এবং মুনলাইটার নামেও পরিচিত।
গাছটির পাতা ও কাণ্ড এক ধরনের হুলে আচ্ছাদিত। এ হুল অত্যন্ত পীড়াদায়ক। এ হুল শরীরে উচ্চ নিউরোটক্সিন নির্গত করে যা এক দুঃসহ যন্ত্রণা সৃষ্টি করে। এজন্য আক্রান্ত মানুষ আত্মহত্যার চিন্তা করতে বাধ্য হয়।
এ গাছের হুল শরীরে বিঁধলে যে ব্যথা শুরু হয় তা দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যথায় কোনো কাজ তো দূরের কথা ঘুমানোও অসহনীয় হয়ে ওঠে। এ ব্যথা অন্য যেকোনো ব্যথার চেয়ে অন্তত ১০ গুণ বেশি ভয়ানক।