মুখে ‘মৌমাছির দাড়ি’ তৈরি করেছেন মিশরের রাজধানী কায়রোর মনুফিয়া রাজ্যের শিবিন আল কম গ্রামের মোহাম্মাদ হাগরাস । এটি করতে তিনি রাণী মৌমাছির হরমোন ব্যবহার করেছেন। খবর রয়টার্সের।
৩১ বছর বয়স্ক হাগরাস মৌমাছি ভিত্তিক একটি অনুষ্ঠানে কানাডিয়ান একজন মডেলকে মৌমাছির বিকিনি পরা অবস্থায় দেখেন। আর এটি দেখে এই কাজে উৎসাহিত হন বলে জানান তিনি।
হাগরাস জানান, মৌমাছি মোটেও আক্রমনাত্নক না। বরণ, মৌমাছি বিভিন্ন পণ্য প্রস্তুত করতে এবং কৃষি কাজে সহায়তা করে। তার খামারটি মনুফিয়া রাজ্যের শিবিন আল কম গ্রামেই অবস্থিত।
হাগরাস মৌমাছির দাড়ি তৈরি করছেন বিশ্বরেকর্ড করার জন্য। যাতে মানুষ তাকে মনে করে এবং স্মরণ রাখে। অবশ্য ২০১৫ সালে চীনের একজন মৌমাছি পালক তার সারাদেহ মৌমাছি দিয়ে ঢেকে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।