গণমাধ্যমের দাবি মারা গেছেন জয়ললিতা, হাসপাতালের অস্বীকৃতি

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর খরব অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রচার করে।

জয়ললিতার মৃত্যুর খবর সান টিভি, থান্তি টিভিসহ তিনটি দক্ষিণ ভারতীয় টিভি চ্যানেলে প্রচার করা হয়। একজন সাংবাদিক টুইটারে দেয়া পোস্টে বলেন, চেন্নাইয়ে পার্টির সদর দফতরের সামনে দলের পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। তবে জয়ললিতা জীবিত আছে বলেই দাবি করেছে অ্যাপোলো হাসপাতাল। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, লাইফ সাপোর্টে থাকা জয়ললিতার জন্য চিকিৎসকদের বড় একটি দল কাজ করে যাচ্ছে। কিছু টিভি চ্যানেল ভুল করে প্রচার করেছে যে মুখ্যমন্ত্রী না ফেরার দেশে চলে গেছেন। এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদেরকে এই প্রেস রিলিজের ভিত্তিতে খবর সংশোধনের পরামর্শ দেয়া হল।

এর আগে রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। চেন্নাইয়ের বেসরকারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। নেত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জয়ললিতার চিকিৎসায় কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। লন্ডন থেকে ডাঃ রিচার্ড বেলি নামের এক চিকিৎসকের পরামর্শে চলছে তার চিকিৎসা। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে ।

LEAVE A REPLY