দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও ৭ শ্রমিক আহত হয়েছেন।

রবিবার ভোরে দুবাই ফেস্টিভাল সিটি সংলগ্ন আল রাবাত রোডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর অপর একজনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন। এ দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় এখনো জানা যায়নি।

দুবাই রাশিদিয়া থানার পরিচালক ব্রিগেডিয়ার সাঈদ ইবনে সুলাইমান জানান, ক্রিস্টাল কোম্পানির ১৯ শ্রমিক বহনকারী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৪ শ্রমিক মারা যায়। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে আহতদেরকে আল রশিদ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY