প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে

সোসাইটিনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠককালে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক হাঙ্গেরী ও মরক্কো সফরের ফলাফল সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ এ অংশগ্রহণের জন্য হাঙ্গেরীর প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে ৪ দিনের সফরে গত ২৮ নভেম্বর হাঙ্গেরী যান।

শেখ হাসিনা কনফারেন্স অব দ্যা পার্টিস (কপ-২২) এর দু’টি উচ্চ পর্যায়ে অনুষ্ঠানে যোগদানের জন্য তিনদিনের সরকারি সফরে ১৪ নভেম্বর মরক্কো যান।

এর আগে বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY