বায়ার্নকে হটিয়ে ফের বুন্ডেসলিগার শীর্ষে লাইপজিগ

ক্রীড়া ডেস্ক

বুন্ডেসলিগায় টানা অষ্টম ম্যাচ জিতে বায়ার্ন মিউনিখকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অভিষিক্ত ‘পুঁচকে’ লাইপজিগ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘরের মাঠে অষ্টম স্থানে থেকে খেলতে নামা শালকেকে ২-১ গোলে হারিয়েছে লাইপজিগ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নারের গোলে এগিয়ে যায় লাইপজিগ। ৩১তম মিনিটে সিয়াড কুলাসিনাসের গোলে সমতায় ফেরে শালকে। কিন্তু ৪৭তম মিনিটে এই জার্মান ডিফেন্ডারই ভুলে নিজেদের জালে বল পাঠালে ফের এগিয়ে যায় লাইপজিগ।

এই জয়ে শীর্ষে ফেরা লাইপজিগের পয়েন্ট হলো ১৩ ম্যাচে ৩৩।

শুক্রবার রাতে রবের্ত লেভানদোভস্কি ও আরিয়েন রবেনের নৈপুণ্যে মেইঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভানদোভস্কি। অন্য গোলটি নেদারল্যান্ডসের ফরোয়ার্ড রবেনের। সতীর্থের একটি গোলে অবদানও আছে তার।

LEAVE A REPLY