বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গে দেখা করেন বিসিএসের কর্মকর্তারা। ছবি: বিসিএসের সৌজন্যে।তথ্যপ্রযুক্তি খাতে সহজ ব্যাংকিং ব্যবস্থা ও উদ্যোক্তাদের জন্য ইক্যুইটি এন্ট্রাপ্রেনিউরশিপ ফান্ডকে (ইইএফ) সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গে দেখা করে এ সহযোগিতা চায় বিসিএস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইইএফ তহবিলের দীর্ঘমেয়াদি প্রক্রিয়াকে স্বল্পমেয়াদি করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এস এম মনিরুজ্জামান।
বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, ‘ইইএফ সহজলভ্য করে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সহযোগিতা চাই। সাইবার নিরাপত্তাসহ যেকোনো তথ্যপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা দেবে বিসিএস।