রাজ্জাকের ‘দাদু ভাই’

শারীরিক অসুস্থতার কারণে এতদিন রূপালি পর্দায় অভিনয় করেননি নায়করাজ রাজ্জাক। দীর্ঘদিন পর নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। ছবির নাম ‘দাদু ভাই’। এটি পরিচালনা করবেন জি সরকার। রাজ্জাক বলেন, ‘অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলাম এত দিন। এখন কিছুটা সুস্থ আছি বলে জি সরকারের ছবিতে অভিনয়ে সম্মতি দিয়েছি।’

জি সরকার বলেন, ‘ছবির গল্প কিংবদন্তি অভিনেতা রাজ্জাককে ঘিরে আবর্তিত হয়েছে। তার সঙ্গে এ ছবি নিয়ে অনেক আগেই কথা হয়েছিল। গল্প শুনে তিনি পছন্দও করেছেন।’ জানা গেছে, ছবির জন্য কয়েকটি গান রেকর্ডও করা হয়েছে।

LEAVE A REPLY